সবুজ দূর্বাঘাসে পাশাপাশি বসে চুইংগাম চিবুচ্ছিলাম।
সে সময়ে অর্থের জোয়ার কেবল্ই বহমান ছিল,ভাটা প্রায় কাল্পনিক।
তাই,একের পর একটা চিবুচ্ছি,মাঝে মাঝে গিলছি বৈ কি!
হঠাৎ তার চুইংগাম ফুলানোর ব্যর্থ চেষ্টা।
বারংবার চেষ্টা তার বিফলে যাচ্ছে।
কান্ডখানা আমায় হাসির খোরাকের যোগান দিলো।
হাসতে গিয়ে অজান্তেই আমারটা গিলে ফেল্লুম।
নো হাসাহাসি! শুধু তাকিয়ে দেখা।
কি চমৎকার সৃষ্টি করেছেন মহান রব!
আমার দিকে তাকাচ্ছে আর হাসছে।
এভাবে এক নাগাড়ে হাসলে বাকি জীবনটা যে কেউ না খেয়ে কাটাতে পারবে।
বিফল অবয়বখানি দেখে মায়া হলো।
বললাম,-"আমি শিখিয়ে দেই?"
সে বলে-"ওকে"
কিন্তু হায়! সুইংগাম তো পেটের ভিতর।করার কি বাকী?
"হা করো তো"!
তার চোখে "কেন" প্রশ্নের রুপরেখা দেখলাম,অতঃপর হা করলো।
খুব্ই সুক্ষ্মতায় তার চুইংগাম আমার মুখে নিলাম।
অতঃপর শিখিয়ে দিলাম।
কিছুক্ষণ অপলকে তাকিয়ে তাকা,হাতে হাত ধরে দাড়িয়ে যাওয়া..
একত্রে হেঁটে চলা দুর্বার বুক ছিড়ে।

No comments:
Post a Comment