গোলাপি জামদানী পরেছো আজ
কপালের টিপটাও ঠিকঠাক
অদ্ভুত মায়াদেবীর মতো লাগছে তোমায়
আমি হাত বাড়াচ্ছিনা; তুমি মায়া মায়া চোখে তাকিয়ে প্রার্থনায়;
প্রিয় তাকিয়ে তাকিয়ে ভালোবাসায় মাখিয়েছে
কাছে টানছেনা!
তুমি অভিমানী হয়ে; চুপটি ওভাবেই দাড়িয়ে
আমি বারংবার হারছি তবু হার মানছিনা
তোমার চক্ষু রক্তলাল আমি নির্ভীক তোমায় তাকিয়ে
প্রিয় তোমার কিছু বলছেনা!
জানো গোলাপিতে আমার কোন মোহ নেই
আমার ভালোবাসা সব নীলে
তুমি আমার প্রেমিকা নও, ভালোলাগা কিনা জানিনা
আমি তোমায় হাজারবার চাই
আবার একদমই চাইনা
তবু কীসে আমাদের এতো মিলে?
আমি জানিনা কীভাবে হাসো তুমি
কত আবেগী কান্না তোমার জানিনা তাও
জানতে চাইনি কীসে সুখি তুমি
তোমার প্রেম আমার আজো অজানা
তবু জানি কোনদিন ছুটবো দু'জনে, ঘুরবো ভীষণ,
স্বপ্নমেঘে ভাসাবো নাও
তুমি প্রেমরিক্ত প্রেমিকা নাকি প্রেমিকের খুনি
রক্তপিপাসু নাকি রমণী গুণী
আমি বুঝিনা; আমি ভাবিনা
প্রিয়, চুপিসারে আমার কানের পাশেতে ঝনঝনাঝন চুড়ি বাজিয়ে এসে একদিন বলো, 'শোণ, চোখ বন্ধ করে এক থেকে তিন গুনো'
তোমার টিপে লাল রক্ত; তুমি বহুরূপী মায়াবিনী
আমি পরাজিত ওই রুপে
গুনবো এক-দুউউই--তিই......
তোমার নূপুরধ্বনি! আহা প্রেম!
আমি অবাক তাকিয়ে ভাববো প্রেমিকা এমনও হয়!
সে কি সত্যিই আমার!
দিশেহারা রুপে মঙ্গলময়
নাকি জগতের কেউই কারো নয়!
তুমি বলবে, 'ওহে ভাবুক ভেবোনা আর, ছুঁয়ে দেখো!'
আমি হাত বাড়াবো, হাত বাড়াবে তুমিও
কোথায় প্রিয় মায়াদেবী? কোথায় তুমি?
আমি অতলস্পর্শে হারাতে হারাতে চিৎকারে বলে যাবো
"ভালো থেকো প্রেম, ভালো থেকো"।।
কপালের টিপটাও ঠিকঠাক
অদ্ভুত মায়াদেবীর মতো লাগছে তোমায়
আমি হাত বাড়াচ্ছিনা; তুমি মায়া মায়া চোখে তাকিয়ে প্রার্থনায়;
প্রিয় তাকিয়ে তাকিয়ে ভালোবাসায় মাখিয়েছে
কাছে টানছেনা!
তুমি অভিমানী হয়ে; চুপটি ওভাবেই দাড়িয়ে
আমি বারংবার হারছি তবু হার মানছিনা
তোমার চক্ষু রক্তলাল আমি নির্ভীক তোমায় তাকিয়ে
প্রিয় তোমার কিছু বলছেনা!
জানো গোলাপিতে আমার কোন মোহ নেই
আমার ভালোবাসা সব নীলে
তুমি আমার প্রেমিকা নও, ভালোলাগা কিনা জানিনা
আমি তোমায় হাজারবার চাই
আবার একদমই চাইনা
তবু কীসে আমাদের এতো মিলে?
আমি জানিনা কীভাবে হাসো তুমি
কত আবেগী কান্না তোমার জানিনা তাও
জানতে চাইনি কীসে সুখি তুমি
তোমার প্রেম আমার আজো অজানা
তবু জানি কোনদিন ছুটবো দু'জনে, ঘুরবো ভীষণ,
স্বপ্নমেঘে ভাসাবো নাও
তুমি প্রেমরিক্ত প্রেমিকা নাকি প্রেমিকের খুনি
রক্তপিপাসু নাকি রমণী গুণী
আমি বুঝিনা; আমি ভাবিনা
প্রিয়, চুপিসারে আমার কানের পাশেতে ঝনঝনাঝন চুড়ি বাজিয়ে এসে একদিন বলো, 'শোণ, চোখ বন্ধ করে এক থেকে তিন গুনো'
তোমার টিপে লাল রক্ত; তুমি বহুরূপী মায়াবিনী
আমি পরাজিত ওই রুপে
গুনবো এক-দুউউই--তিই......
তোমার নূপুরধ্বনি! আহা প্রেম!
আমি অবাক তাকিয়ে ভাববো প্রেমিকা এমনও হয়!
সে কি সত্যিই আমার!
দিশেহারা রুপে মঙ্গলময়
নাকি জগতের কেউই কারো নয়!
তুমি বলবে, 'ওহে ভাবুক ভেবোনা আর, ছুঁয়ে দেখো!'
আমি হাত বাড়াবো, হাত বাড়াবে তুমিও
কোথায় প্রিয় মায়াদেবী? কোথায় তুমি?
আমি অতলস্পর্শে হারাতে হারাতে চিৎকারে বলে যাবো
"ভালো থেকো প্রেম, ভালো থেকো"।।
Nice
ReplyDeleteThanks for the compliment. Stay in touch.😍
Delete