মন দিয়েছি,মনের ঘরে ফুল রেখেছি;
একটু ছুঁয়ে দেখ
ফুলের সুবাস ছড়িয়ে দিও,একটু মিষ্টি হেসে নিও;
তোমার রঙিন চাদরখানায় ভালোবাসা রেখো।
যত অভিমান,পুড়িয়ে করো ছাই;
তোমার পথেই প্রতিটিক্ষণ
ভালোবেসে যাই।
ভালোবেসে যাই।
আমি নাহয় হেরো,তুমি তোমার বিশেষ দিনে;
জয়ী করে এই আমাকে
ভালোবাসায় জড়িয়ে নিয়ে
করো জড়োসড়ো।
আমার কবিতার সবক'টি লাইন,
আমার গাওয়া সবগুলো গান;
শুধু তোমার তরে।
তীব্র অভিমানে, মনটা আমার গুড়িয়ে দিয়ে;
করলে নড়বড়ে।
এবার নাহয় শেষ বুঝাটা বুঝে নিও,
নাহয় আবার নতুন করে কষ্ট দিও;
দিনের সূর্য ডুবে যাবে জ্বলবে সন্ধ্যাবাতি।
আমার প্রার্থনায়,
তোমার মিষ্টি প্রেমসুধা বারেবারে চাই;
প্রতি দিবা-রাতি।
No comments:
Post a Comment