Wednesday, December 20, 2017

''ভালোবাসি"



তার জোড়া ঠোঁটের দুষ্টকোণে 
এক চিলতে মিষ্টি হাসি 
-ভালোবাসি। 

তার উদাস চোখে লুকিয়ে থাকা 
নিছক অভিমান 
-ভালোবাসি। 

তার এলো চুলে দুল খাওয়া 
স্নিগ্ধ হাওয়া 
-ভালোবাসি 

তার আঁখি হতে দুঃখঝরা 
নোনতা জলের স্বাদ 
-ভালোবাসি। 

তার ঘাঁডের পাশে দাড়িয়ে থাকা তিল 
-ভালোবাসি 

তার হঠাৎ করা ছোট্ট ভুল 
আর অপরাধী মন 
-ভালোবাসি 

ভালোবাসা তার ভালোবাসি 
ভীষণ রকম, 
ভালোবেসে যাই তারে 
সে মোর আপনজন।

No comments:

Post a Comment