কতগুলো হাস্যোজ্জল অবয়ব,কত স্থির চাহনি,
আর কত পরিকল্পনাহীন পথচলা।;
আজ কোথাও আমি নেই, তোমাদের দলে।
আমার বন্ধু মানেই বিষন্নতা,কিছু অমনযোগী চিন্তাধারা,
আর অস্পষ্ট ব্যথায় সাজানো পসরা।
আমি অস্থির শুধু ক্লান্তিহীন পথযাত্রী।
দিনের শেষেও দিগন্তের সীমারেখায় আমার অভিযাত্রা।
আমি বৃষ্টি শেষে রঙধনু প্রত্যাশী এক অলস মস্তিস্ক।

No comments:
Post a Comment