Wednesday, December 20, 2017

'নীলপ্রেম"






মনের মাঝে নীল ধরেছে,নীল ধরেছে প্রাণে, 

সুরের মাঝে নীল খুঁজেছি,নীল পেয়েছি গানে। 
নীল স্বপ্ন,নীল ভাবনা,নীলচে আমার রং, 
নীলের মাঝে হাসি-খেলি,নীলচে করি ঢং। 
নীলের মাঝে মত্ত হয়ে নীলের ছবি আঁকি, 
নীল ভাবনায় ঘুমের মাঝেও নীলের স্বপ্ন দেখি। 
নীল প্রেম,নীলচে আশা,নীলাভ ভালোবাসা, 
নীলের মাঝেই কাঁদি আমি,নীলের মাঝেই হাসা। 
নীল আকাশে উড়াবো আজ নীলচে রংয়ের ঘুড়ি, 
নীলের নাটাই হাতে আমি করবো দৌড়াদৌড়ি। 
নীল প্রেয়সী পড়েছে আজ নীলচে রংয়ের শাড়ি, 
হাত দু'খানাও তার সাজিয়ে দিল নীলচে কতক চুড়ি। 
কোন মোহতে মনটা আজি নীল রংয়েতে মজে? 
নীল কিশোরী একটিবার দেবে কি গো খুঁজে?

No comments:

Post a Comment