লিখবোনা আর কবিতা কোন
স্মৃতির পাতা ঘিরে,
হবো এবার দিশেহারা,গৃহহীন বাঁধনহারা;
উড়াবো নীল রঙের ঘুড়ি।
গুত্তা খাবে শুরুর দিকে,
পরেরবার ডানা মেলে করবে
আকাশ চুরি;
ছুটবে বহুদুরে।
হাঁটবো পথে খালি পায়ে
হলুদ জামা পড়ে,
ঘরের বিপরীতে;
হিমুর সাজে পাড়ি দেবো
নিওন আলোর পথ,
দিব আমার আছে যা সব
চাইবোনা নিতে।
No comments:
Post a Comment