কে দিয়েছে বেদনাটাকে নীল রঙে ঢেকে?
কারা আবার জীবনটাকে সবুজতায় আঁকে?
কেনইবা প্রেমকে বলে লাল রঙের ঘুড়ি?
অন্ধকারে কালো রঙটার কিসের বাহাদুরী?
কী-ই বা হবে পাঞ্জাবীটা হলদে রঙের হলে?
খুঁজবে আমায় ধূসর মেঘে ঢেকে গিয়ে
হারিয়ে গেলে?
কাঁদবে নাকি রুপালী চাঁদের সাথী হলে?
রাতের ভোরে সর্বপ্রথম আলো দিলে?
রাঙা হাতটা আর না ছুঁলে কেমন হবে?
মিছেমিছি রাগ দেখিয়ে কষ্ট পাবে?
নতুন করে বলবে আবার ভালবাসি?
নাকি ফোনটা কেটে দিয়ে ভাব দেখাবে?
আবার যদি ঘুম না আসে ডেকো কেমন?
জোসনা রাতটা পাড়ি দেই দুজনাতে?
রবো পড়ে চাঁদের তলে,
কি বলো থাকবে সাথে?
সূর্যমামা জাগিয়ে দিলে লজ্জা পাবে?
নাকি, আরো জোরেশোরে জড়িয়ে রবে?
আসবে আবার ভুল শহরের পথে পথে?
আঙ্গুলে আঙ্গুল চেপে হেঁটে যেতে?
কারা আবার জীবনটাকে সবুজতায় আঁকে?
কেনইবা প্রেমকে বলে লাল রঙের ঘুড়ি?
অন্ধকারে কালো রঙটার কিসের বাহাদুরী?
কী-ই বা হবে পাঞ্জাবীটা হলদে রঙের হলে?
খুঁজবে আমায় ধূসর মেঘে ঢেকে গিয়ে
হারিয়ে গেলে?
কাঁদবে নাকি রুপালী চাঁদের সাথী হলে?
রাতের ভোরে সর্বপ্রথম আলো দিলে?
রাঙা হাতটা আর না ছুঁলে কেমন হবে?
মিছেমিছি রাগ দেখিয়ে কষ্ট পাবে?
নতুন করে বলবে আবার ভালবাসি?
নাকি ফোনটা কেটে দিয়ে ভাব দেখাবে?
আবার যদি ঘুম না আসে ডেকো কেমন?
জোসনা রাতটা পাড়ি দেই দুজনাতে?
রবো পড়ে চাঁদের তলে,
কি বলো থাকবে সাথে?
সূর্যমামা জাগিয়ে দিলে লজ্জা পাবে?
নাকি, আরো জোরেশোরে জড়িয়ে রবে?
আসবে আবার ভুল শহরের পথে পথে?
আঙ্গুলে আঙ্গুল চেপে হেঁটে যেতে?

No comments:
Post a Comment