Wednesday, December 20, 2017

হারিয়েছে রুপালী


সে কবে হারিয়েছি, কোন খোঁজই পাইনি;
আমার কী হারিয়েছি, কবে হারিয়েছে, তুমি ফিরেও চাওনি।
বোবার দেয়াল নিস্তব্ধ, শূন্যতা গাঢ় অন্ধকার;
তুমি জানোনা, জানতে চাওনি, প্রেমরিক্ত প্রেমিকের আর্তনাদ কতোটা নির্বিকার!
আমি কালো কাকটার দিকে তাকিয়ে দেখি, সে আজো বদলায়নি।
আমার কে হারিয়েছে তুমি একবার, একটিবার ভেবেও দেখোনি।
আমার সাদা বক, বদলে গেলে।
শীতের ঘন কুয়াশায় আমি একা হেটে চলি দূর্বা ঘাসের বুকের উপরে,
তুমি যাকে খোলা পায়ে আলতো ছুঁয়ে দিতে;
আমায় জিজ্ঞাসিল সে, 'রুপালী তোমার আছে?'
বলেছিলাম- 'সে কবেই হারিয়েছে!'
টেবিলের ল্যাম্পটা এই নেভেতো ফের জ্বলে উঠে,
তুমি কী দারুণ, একবারেই ফুরিয়ে গেলে।
ম্যাটাডোর বলপেনটা চোখা চোখা চোখে নিস্পলক তাকিয়ে থাকে,
আমার চোখ ভরে জলে;
আমার প্রেম, তুমিতো ইকনো ডিএক্সেই হারিয়ে গেলে।

No comments:

Post a Comment