Wednesday, December 20, 2017

"সন্দিহান'




তুই বলিস করছিস ভুল
ভালবেসে এই আমাকে,
আমি গাঁধা-হাদারাম!
নিচ্ছি মেনে সব কথা তোর;
নাই তোয়াক্কা বলিস কাকে।

একটা পাহাড় একলা, শূণ্য লোকালয়,
একটা নদী জলবিহীন,পাল তুলেনা নাউ;
একটা আলো ক্ষীণজ্বলে অন্ধকারে, 
একা পুড়ুক একটি মায়ামুখ। 
চাস কি সব তুই? 
প্রাণবন্ত ভালবাসা থাকনা বেঁচে,
বলনা তোর দুষ্ট কথা ভালবেসে;
মন ছড়িয়ে দিসনা কভু অবিশ্বাসে,
খুঁজে নিস ভালবাসা শ্বাস-প্রশ্বাসে।

প্রেম তো এক সদ্য ফুটা জুঁই।

No comments:

Post a Comment