Tuesday, December 18, 2018

রাতুল এবং করতোয়া (পর্ব - ০৪)



রহমান সাহেব পত্রিকা হাতে হেলানো চেয়ারে বসে পা নাড়াচ্ছেন এবং আর কিছুসময় পরপর চায়ে চুমুক দিচ্ছেন।
সুন্দর গোছানো পরিবারকে আপনহস্তে গলা টিপে মেরে ফেলেছেন। অথচ, তা নিয়ে মোটেও দুশ্চিন্ত নন তিনি! প্রফেশনাল চোর থেকে শুরু করে খুনি পর্যন্ত যে কেউ আর যাই হোক দুশ্চিন্তাকে সাথী করতে পারেননা।
রহমান সাহেবের আচমকা এ মানসিক পরিবর্তন খুব দ্রুত হলেও একদম নতুন নয়।
আয়েশার সাথে সাড়ে চারবছর প্রেমশেষে বিয়ে হলেও তিনি সাধারণত সুন্দরী নারীদের রুপের খদ্দের ছিলেন সে বয়স থেকেই। রাতুলদের জন্মের আগে পরে কত সময়েইতো নেশা করে বাড়ি ফিরতেন এ ভদ্রমুখের আড়ালে লুকিয়ে থাকা রহমান সাহেব।
এলিটের বেশে দেশে-বিদেশে ঘুরেঘুরে কত রোমান্সকর কাহিনীইনা করে বেড়াতেন তিনি। সব জেনেও আয়েশা চুপ থেকেছিলেন।
আসলে, আয়েশাদের চুপ থাকতে হয়। ছেলেমেয়েদের নিষ্পাপ চেহারাগুলোর দিকে তাকিয়ে হলেও আয়েশারা চুপ থেকে যায় এ সমাজে।
কেবল চুপ থেকে কি আর পার পাওয়া যায়?
- মোটেওনা।
তাদের সহ্য করতে হয় মানসিক শত যন্ত্রণা। শারীরিক নিপীড়ন।
আয়েশা জীবনে একটাই ভুল করেছিলেন। সেটা হচ্ছে, রহমান সাহেবের মতো একটি অসামাজিক কীটকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা।
সে ভুলের প্রায়শ্চিত্ত কত নির্মমভাবে উপস্থাপিত হতে পারে তা দর্শকমহলে খুব একটা টনক নাড়ার কথা না!
এ সকল নির্মমতা সংবাদ মাধ্যমের ভেতরের কোন পাতার হেডলাইনেই চাপা পড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে পাতাটাও উল্টানো হয়না।
আয়েশারা উঁচুতলার হলে হয়তো সংবাদমাধ্যমে দু'একবার নাড়ানাড়ি হয়। এরপরে ঠিকই চুপচাপ।
কারণ, আমরা আজকাল স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন, খুন, ধর্ষণ ইত্যাদিতে আগ্রহ খুঁজে পায়না।
আমাদের আগ্রহ কেবল বিনোদন আর খেলার পাতাকে ঘিরেই। মেসি সেরা নাকি রোনালদো!
বর্তমানের আমরা ফেইসবুক ইস্যু আর খেলা ছাড়া আর কীসে আছি?
শত প্রতিবাদ-হুমকি, ভালোবাসা-ধর্ষণ সবইতো আজকাল আমরা ফেইসবুকেই করি!
তাও ছোট্ট একটা মন্তব্য বা ম্যসেজের ঘরে!
জাতি হিসেবে আমরা যেমন সারাবিশ্বে নিজেদের ভালো কিছু দিয়ে উপস্থাপিত হয়েছিলাম, তেমনি নিজেদের থার্ডক্লাস একটিভিটি আমাদের সর্বনিম্মে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
যে আয়েশাকে 'আমি তোমার সাথে বুড়ো হতে চাই' বলে আপন করে নিয়েছিলো, সে আয়েশাকে ছেড়েই দিব্যি ভালো কাটছে রহমান সাহেবের অন্যনারীর স্পর্শে জাগানিয়া সময়গুলো।
প্রতিবাদী সব কন্ঠস্বর চুপ হয়ে যায়। চুপ হয়ে গেছে আয়েশাও 'হারিয়েছে হারিয়েছে' টাইটেলে।
করতোয়া নদী। এ নদী কিন্তু একেবারে চুপ থাকার নয়। রাতুলদের গল্পই শুধু নয়, এ নদীতে আরো কতশত বোবা গল্প যে বাঁধা আছে!

ছবিঃ ইন্টারনেট

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
১৪/০৬/২০১৮

No comments:

Post a Comment