তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়ঃ ১ম ও ২য়
সময়ঃ ১ ঘন্টা
পূর্ণমানঃ ২০
১/ নাফিস সাহেব
পেশায়
একজন
লেখক।
সম্প্রতি
তিনি
আমেরিকার
বিভিন্ন রিসার্চের উপর
ভিত্তি
করে
একটি
প্রতিবেদন
লিখেন।
তাঁর
প্রতিবেদনে
বিশ্বের
অন্যান্য
দেশের
সাম্প্রতিক
রিসার্চ এবং
অভিযানসমূহের
গুরুত্বপূর্ণ
দিকও
ফুটে ওঠে।
তাঁর
ভাষ্যমতে,এই
প্রতিবেদন
আমাদের
বাংলাদেশে
এটিই
প্রথম।
1. প্লেজিয়ারিজম বলতে কী বুঝ?
2. স্প্যামিং কী? সাইবার চুরি কয় ধরণের ও কী কী?
3. তোমার চোখে ‘ডিজিটাল বাংলাদেশ’ এর লক্ষণীয় দিকগুলো লিখ।
অথবা,
‘ভিশন
২০৪১’
এর
লক্ষ্যে
বর্তমান
বাংলাদেশের
নির্মিত
প্রযুক্তিগুলোর
সাথে
আরো
কী
কী
প্রযুক্তির
সংযুক্তি
হলে
আমরা
একটি
উন্নত
দেশ
হিসেবে
চিহ্নিত
হতে
পারবো
বলে
মনে
করো?
4. নাফিস সাহেবের প্রতিবেদনটি যদি আমেরিকায় আগে থেকে করা হয়ে থাকে,তা আইসিটি নিয়মে কোন অপরাধের সমতুল্য? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেকোন দুইটি অনৈতিক দিক তুলে ধরো।
২/
আজ
থেকে
১০
বছর
আগেও
মোবাইল
ফোন
বা
ইন্টারনেটের
খুব
একটা
প্রচলন
ছিলোনা।
মানুষের
জীবনযাত্রা
আধুনিক
হওয়ার
পেছনে
‘কমিউনিকেশন
ও
নেটওয়ার্কিং
সিস্টেমের’
আধুনিকতা
অন্যতম
ভুমিকা
রেখেছে।
কবুতরের
ডানায়
চিঠি
বেঁধে
বা
ডাকপিয়নকে
বারবার
জিজ্ঞেস
না
করে
ফেইসবুক,
ইমো,
ম্যাসেঞ্জার
ইত্যাদি
ব্যবহার
করে
অল্প
সময়ের
মধ্যেই
এখন
যোগাযোগ
করা
সম্ভব।
1. ডেটা কমিউনিকেশন বলতে কী বুঝ?
2. ডেটা ট্রান্সমিশন স্পীড কী? ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহের পরিচয় দাও।
3. কো-এক্সিয়াল ক্যাবলের অপর নাম কী? অপটিক্যাল ফাইবার কীভাবে গঠিত হয়?
4. টপোলজি কী? যেকোন চার ধরণের টপোলজির বিবরণ দাও।
অথবা,
ব্যান্ডউইথ
কী?
ক্লাউড
কম্পিউটিং
এর
সুবিধাসমূহ
লিখ।
No comments:
Post a Comment