অষ্টম শ্রেণি
অধ্যায়ঃ ১ (প্রাণিজগতের শ্রেণিবিন্যাস)
মডেল টেস্ট – ০১
সময়- ১ঘন্টা
পূর্ণমানঃ ২০
১। নাজিফা বাবার সাথে জাদুঘরে ঘুরতে গিয়ে দেখতে পেল, বিভিন্ন ধরণের প্রায় পরিচিত-অপরিচিত সব প্রাণিকে নানা রকমের পাত্রে রাখা হয়েছে। বাবা উৎসুক নাজিফাকে পৃথিবীর প্রাণিজগতের নানা দিক সম্পর্কে বলতে বলতে পাত্রের প্রাণিগুলোকে পরিচিত করে দিলেন।
ক) প্রাণিজগত কী?
খ) প্রাণিজগতের শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা কী কী?
গ) চিত্রে উল্লেখিত প্রাণি দুটির পর্ব উল্লেখ করে ৩ করে বৈশিষ্ট্য ও ২ করে উদাহরণ দাও।
ঘ) পেট্রোমাইজন কোন শ্রেণির প্রাণি? ১টি করে বৈশিষ্ট্য উল্লেখ করে ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণিগুলোর নাম লিখ।
২।
বৈচিত্রময় পৃথিবীর
বিচিত্র প্রাণিজগতের শ্রেণিবিন্যাসের কারণেই অতি সহজে যেকোন প্রাণিকে চিহ্নিত করা
সম্ভবপর হয়েছে। শ্রেণিবিন্যাসের রয়েছে কয়েকটি স্তর। আর, এই স্তরগুলো সম্পন্ন করা
হলে একে বলা হয় ‘নামকরণ’। শ্রেণিবিন্যাসের নিয়ম মেনে প্রাণিজগতে সকল পর্বের সকল
প্রাণির নামকরণ করা হয়েছে।
ক) কিংডম কী?
খ) দ্বিপদ নামকরণ কাকে বলে? বৈজ্ঞানিক নামকরণের
জনক কে?
গ) ‘তারা মাছ’ যে পর্বের প্রাণি তার ৩টি সাধারণ
বৈশিষ্ট ও ২টি উদাহরণ দাও।
ঘ) নটোকর্ড কী? প্লাটিহেলমিনথিস পর্বের
প্রাণিদের স্বভাব ও বাসস্থান উল্লেখ কর।
অথবা,
কর্ডাটা পর্বের উপপর্বসমূহের বিবরণ দাও।
কর্ডাটা পর্বের উপপর্বসমূহের বিবরণ দাও।