একটা মোমের পুতুল মনের ভেতরে তিলে তিলে বড় হচ্ছে।
অনেকদিন তার সাথে দেখা হয়না।আবার প্রতিনিয়ত সে আমার সাথেই বসবাস করছে।
শুধুই যে কাল্পনিক তা কিন্তু নয়,আমার বাস্তবতায় চরম সত্য সে!
আমার বদ্ধ দুয়ারে ফের তার কড়া নাড়ার বিষয়টা আমার অপ্রত্যাশিত ছিলোনা।
একজন প্রেমকই জানে ,আকাশে কালো মেঘ এলেই নীলিমা আকাশকে ছেড়ে দেয়না বরং আকাশের শরীরে নিজেকে লেপ্টে রাখে।
সে জন্য মেঘের শেষে আকাশ ঠিকই নীলে ভরা।
তার প্রতিটি স্পর্শ আমাকে মাঝে মাঝে শীতের বরফস্নাত জলধারার মতো শিহরিত করে।
তার একনাগাড়ে হেসে যাওয়া আর আমার একদৃষ্টিতে তাকিয়ে থাকাটা কেমন যেন মিস হয়ে যাচ্ছে!
যতেষ্ট বড় হয়েছে সে।এখন তাকে আর সুইংগাম ফুলিয়ে দেখাতে হয়না।সাড়ে তিন বছরে তার জন্য কত গল্পইনা বানিয়েছি।
আজ গল্প শুনার সে বায়নাটা তার নেই! পাশে বসতে,গলা জড়িয়ে থাকতেও আজ বিষণ লজ্জা তার।
শুনেছি ধৈর্য্যের ফল নাকি "সুমিষ্ট"।কিন্তু,আমিতো নিজেকে তিক্ততায়ও ডুবাতে পারলামনা।
কতদূর অপেক্ষাকে আপনি "ধৈর্য্য" নামে সংজ্ঞায়িত করবেন?
একটা বিষয় কি জানেন? কাউকে মন থেকে ভালোবাসলে এবং দীর্ঘদিন পর তার উপস্থিতিতে আপনার সাহস,বুদ্ধি,চঞ্চলতার পারফর্ম্যাঞ্চ প্রায়ই শুন্যের কাছাকাছি তে চলে আসবে।
অথচ,এই আপনিই ভালোবাসার ভোর বেলাতে তাকে নিয়ে কল্পনার পৃথিবীর সম্পূর্ণটায় ঘুরে আসতেন।
যাহোক,আমার অপরিকল্পিত প্রেমগল্পে শুধু শুধু আপনাকে জড়িয়ে তিক্ততায় আবেশী করতে চাইনা
তার চেয়ে ভালো আমি একাই গাই--
"ছিলাম আমি ,আজো আছি .....প্রেমের কাছাকাছি,
হাতটা ছুঁয়ে বলো যদি ভালোবাসি... অনায়াসেই বাঁচি "
অনেকদিন তার সাথে দেখা হয়না।আবার প্রতিনিয়ত সে আমার সাথেই বসবাস করছে।
শুধুই যে কাল্পনিক তা কিন্তু নয়,আমার বাস্তবতায় চরম সত্য সে!
আমার বদ্ধ দুয়ারে ফের তার কড়া নাড়ার বিষয়টা আমার অপ্রত্যাশিত ছিলোনা।
একজন প্রেমকই জানে ,আকাশে কালো মেঘ এলেই নীলিমা আকাশকে ছেড়ে দেয়না বরং আকাশের শরীরে নিজেকে লেপ্টে রাখে।
সে জন্য মেঘের শেষে আকাশ ঠিকই নীলে ভরা।
তার প্রতিটি স্পর্শ আমাকে মাঝে মাঝে শীতের বরফস্নাত জলধারার মতো শিহরিত করে।
তার একনাগাড়ে হেসে যাওয়া আর আমার একদৃষ্টিতে তাকিয়ে থাকাটা কেমন যেন মিস হয়ে যাচ্ছে!
যতেষ্ট বড় হয়েছে সে।এখন তাকে আর সুইংগাম ফুলিয়ে দেখাতে হয়না।সাড়ে তিন বছরে তার জন্য কত গল্পইনা বানিয়েছি।
আজ গল্প শুনার সে বায়নাটা তার নেই! পাশে বসতে,গলা জড়িয়ে থাকতেও আজ বিষণ লজ্জা তার।
শুনেছি ধৈর্য্যের ফল নাকি "সুমিষ্ট"।কিন্তু,আমিতো নিজেকে তিক্ততায়ও ডুবাতে পারলামনা।
কতদূর অপেক্ষাকে আপনি "ধৈর্য্য" নামে সংজ্ঞায়িত করবেন?
একটা বিষয় কি জানেন? কাউকে মন থেকে ভালোবাসলে এবং দীর্ঘদিন পর তার উপস্থিতিতে আপনার সাহস,বুদ্ধি,চঞ্চলতার পারফর্ম্যাঞ্চ প্রায়ই শুন্যের কাছাকাছি তে চলে আসবে।
অথচ,এই আপনিই ভালোবাসার ভোর বেলাতে তাকে নিয়ে কল্পনার পৃথিবীর সম্পূর্ণটায় ঘুরে আসতেন।
যাহোক,আমার অপরিকল্পিত প্রেমগল্পে শুধু শুধু আপনাকে জড়িয়ে তিক্ততায় আবেশী করতে চাইনা
তার চেয়ে ভালো আমি একাই গাই--
"ছিলাম আমি ,আজো আছি .....প্রেমের কাছাকাছি,
হাতটা ছুঁয়ে বলো যদি ভালোবাসি... অনায়াসেই বাঁচি "
No comments:
Post a Comment