কোয়ারান্টাইনে ভাল্লাগেনা আরে
গেলাম সেদিন চেনা রাস্তার ধারে
সামনে পড়লো পরিচিত একলোক
হাত বাড়ালো ক্যামনে ফিরাই
মিলিয়ে নিলাম বুক
কথা চললো মিনিট পাঁচেক ধরে
পরিচিত লোক ঘনঘন কাহুংকুহুং করে
মনে জাগে ভয়, নিজেরে বলি-
'এ নিশ্চিত করোনা নয়'
কাকু দিচ্ছে ঘন কাঁশি, নাকও মুছে ঘন
বোমাসদৃশ সর্দিকাশি লাগছে খুব
মরেই যাবো যেন!
বন্ধু আমার ফোনের উপর করছে ফোন
বোরিং লাগে তারও নাকি
সে বের হবেই এখন!
বাইকের উপর চেপে
চলছি রাস্তা মেপে
জনগনের আনাগোনা নেই তেমন
গেলাম মিটার কতক সামনে
মিলিটারির কবলে পড়েই বলে দিলাম
'বের হয়েছি এম্নে রে স্যার, বের হয়েছি এম্নে'
ঘুরে দাড়া ব্যাটা, দুই টাকার নেতা
দিচ্ছি যেটা নিয়ে যা
ঘুম হবে ভালো, মুড়িয়ে নিলে কাঁথা!
রাংগুনিয়া
২৯/০৩/২০২০