Sunday, November 17, 2019

ভাইপ্রেমী

মনে পড়ে তোমায় নাম দিয়েছিলাম 'কবিতা'?
তুমি তখন কবি ভালোবাসতে
আমিও লিখতাম কবিতা দারুণ বেশ
তুমিই বলেছিলে তা
দিনশেষে তবু চলে গেলে হাসতে হাসতে
আজ আবার বছর পাঁচেক পর
দেখা হলো গল্পখোরদের মেলায়
আমি ছেড়েছি কবিতা লেখা কবেই
গিয়েছিলে ভেঙেচুরে যবে
আচ্ছা, গল্পের দলে নতুন কোন খেলায়?\
আজ বুঝি গল্প লেখকদের পছন্দ খুব?
কবিতার কবিরা সব ছাই!
ঠোঁটের কোণে মিষ্টি হাসি কেন?
আগুন! আগুন!
প্রাক্তন কি আমায় আজ তাচ্ছিল্যের আগুনে পোড়াতে চায়?
আমার হারানোর বাকি আছেইবা আর কী?
যা হারানোর তাতো হারিয়েছি
নেই অভিমান দেখো পুড়ছিনাও
'বাবু' ছেড়ে বলছো যখন 'কেমন আছো ভাই?'


রাংগুনিয়া, চট্টগ্রাম
১৩/১১/২০১৯