Tuesday, September 8, 2015

"লালচুড়ি"

প্রবোধ না ওহে সত্য-কথন

 কিনিয়া দেব সেই রাঙ্গা চুড়ি।

সদাশয়া বহুরুপী কিশোরী হে,

তাকিওনা আর অমনি রক্তিম আর

জলভরা নয়ন নিয়ে।

আমি সমসাময়িক অসমতার বলি হতে নারাজ।

আমি বলছিনা,তোমার মনের কেবার পুরোটাই উন্মুক্ত থাকুক।

চাইছিনা লিপিস্টিকের পূর্ণদাগ পেতে।

শুধু বলি আংশিকটা দিও।

আমার প্রেম-ক্ষুধার সম্পূর্ণটায়

আপনেরই নিষেধাজ্ঞা আছে।

রক্তলাল চুড়ি পরাহাতটা ধরতে দেবে?

সহিষ্ণু হবো প্রমিস।

ক্ষুপের নিচে দুজন বসে বেলা পার করব,

সময় দেবে?

নাকি মিছে অজুহাতে পালিয়ে বেড়াবে?

এবারের বৈশাখে লালের সাথে সাদা পরো,

চুড়িতে খাপ খাবে।

গতবারের আনাড়িপনা যেন ধরা না পড়ে।

খোঁপায় কৃষ্ণচুড়ার বদলে যেন

 ভুলেও বেলী না হয়।

তোমার কিশোরীমনের উন্নতি হোক।